ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

‘আওয়ামী লীগ সন্ত্রাস করে রাজনীতিতে আছে’: ফখরুল

স্টাফ রিপোর্টার
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

আওয়ামী লীগ সন্ত্রাস করে রাজনীতিতে আছে, সন্ত্রাসের মাধ্যমেই তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রদল নেতাদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এরপর মুন্সীগঞ্জ সমাবেশে আহত জাহাঙ্গীরকে ধানমণ্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে দেখতে যান। মির্জা ফখরুল বলেন, মঙ্গলবার ছাত্রদল নেতাদের পিটিয়ে আহত করার মধ্যদিয়ে আবারো প্রমাণিত হলো আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। ছাত্রলীগ হচ্ছে তাদের পেটোয়া বাহিনী। তিনি বলেন, ছাত্রদলের নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির সঙ্গে কথা বলে দেখা করার অনুমতি চাইলে ভিসি সময় দেন। সেই মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা ফুলের তোড়া নিয়ে ভিসির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার সঙ্গে সঙ্গেই ছাত্রলীগের নেতাকর্মীরা আক্রমণ করে এবং তাদেরকে মধ্যযুগীয় কায়দায় মারধর করে। এতে প্রায় ১৫ জন আহত হন। এর মধ্যে সাত জন ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়েছেন।

 এদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

বিজ্ঞাপন
অন্যরাও মারাত্মকভাবে জখম হয়েছেন। বিএনপি মহাসচিব বলেন, বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠায় জনগণের যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে দমন করার জন্যই আজকে এভাবে সর্বত্র সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে ফেলেছে। আমরা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি ছাত্রলীগ একই কায়দায় ভিন্নমত পোষণকারীদের আক্রমণ করছে। ছাত্রলীগের নিজেদের মধ্যে যে বিরোধ আছে সেটা ইডেন কলেজে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও একই পরিস্থিতি সৃষ্টি করেছে, যা আমরা দেখেছি।  .এক কথায় সব বিশ্ববিদ্যালয়ে একই নৈরাজ্য সৃষ্টি করেছে। তিনি বলেন, মূলত অত্যন্ত পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা জানিয়েছি, নিন্দা জানাচ্ছি এবং সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। 

একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টি এবং দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য এই সরকারকে দায় নিয়ে পদত্যাগ করার দাবি জানাই। তিনি বলেন, যখন থেকে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখন থেকেই মিথ্যা-বানোয়াট ও প্রতারণার মধ্যদিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। তাদের প্রত্যেকটা বক্তব্যে মিথ্যাচার। প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে যে বক্তব্য দিয়েছেন; সেখানেও তিনি বলেছেন দেশে চমৎকার নির্বাচন হয়। অথচ কী নির্বাচন এখানে হয়েছে সেটা সবাই জানে। গুম করার বিষয়ে তিনি বলেছেন, এখানে গুমের কোনো কিছু নেই। বিএনপি মহাসচিব বলেন, গুম হয় কিনা সেটা আমরা জানি। মূল বিষয়টা হচ্ছে, পুরোপুরিভাবে এই ধরনের রিপোর্টগুলোকে তারা ম্যানিপুলেট করে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status