ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

বাবুল আক্তারের ২টি আবেদনই খারিজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার

রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ জনের বিরুদ্ধে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। একইসঙ্গে ফেনী কারাগারে ঢুকে বাবুল আক্তারকে স্থানীয় ওসির হুমকি-ধমকির অভিযোগ এনে তার নিরাপত্তা চেয়ে করা আবেদনও খারিজ করে দেয়া হয়েছে।
গতকাল মহানগর দায়রা জজের বিচারক ড. বেগম জেবুন নেছা এই মামলার আবেদন দুটি খারিজ করে দেন। আদালত বলেন, পুলিশের পরিদর্শক দিয়ে এসপির মতো পদের লোককে মারধর ও নির্যাতন করা অস্বাভাবিক। বাবুল আক্তার অনেক বার আদালতে এসেছেন, জামিন চেয়েছেন। কিন্তু এই এক বছর ৪ মাসে তিনি কোথাও আদালতে নির্যাতনের কথা বলেননি। মিতু হত্যার মামলার আসামি হিসেবে মামলাকে বাধাগ্রস্ত করার জন্য তিনি নতুন ভাবে এই আবেদন করেছেন। একইসঙ্গে ফেনীর কারাগারে ঢুকে স্থানীয় ওসির হুমকি-ধমকি দেয়ার বিষয়টি আমলযোগ্য নয়।
বাবুল আক্তারের আইনজীবী এডভোকেট গোলাম মওলা মুরাদ মানবজমিনকে বলেন, মিতু হত্যা মামলায় ইতিমধ্যে চার্জশিট হয়ে গেছে এবং বাবুল আক্তার বিচারকার্য বাধাগ্রস্ত করতে এসব অভিযোগ করছে জানিয়ে আদালত আবেদন দুইটি খারিজ করে দিয়েছেন। এখন আমরা এই বিষয়ে উচ্চ আদালতে যাবো।
উল্লেখ্য, পিবিআই হেফাজতে থাকার সময় নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে তদন্ত সংস্থাটির প্রধান বনজ কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গত ৮ই সেপ্টেম্বর মামলার আবেদন করেছিলেন বাবুল আক্তার। মামলায় বাকি ৫ বিবাদী হলেন- পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের এসপি নাজমুল হাসান, মেট্রো ইউনিটের এসপি নাঈমা সুলতানা, সাবেক পরিদর্শক কে এম মহিউদ্দিন সেলিম, সন্তোষ কুমার চাকমা ও কাজী এনায়েত কবির। অন্যদিকে ফেনী জেলা কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের কক্ষে এক পুলিশ কর্মকর্তার তল্লাশির অভিযোগ এনে তার নিরাপত্তা চেয়ে একই আদালতে গত ১২ই সেপ্টেম্বর আরেকটি আবেদন করেছিলেন বাবুল আক্তারের আইনজীবীরা।

 

বিজ্ঞাপন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status