ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

হ্যাজার্ডকে যথেষ্ট খেলতে দিচ্ছে না রিয়াল মাদ্রিদ!

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার
mzamin

চেলসি থেকে ফর্ম নিয়ে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। কিন্তু স্পেনে গিয়ে নিজের ফিটনেস ও ফর্ম দুটোই হারিয়ে ফেলেন ইডেন হ্যাজার্ড। চলতি মৌসুমে শারীরিকভাবে ভালো অবস্থানে রয়েছেন বেলজিক তারকা। তবে মাঠে পর্যাপ্ত সময় পাচ্ছেন না খেলার। বৃহস্পতিবার বেলজিয়ামের হয়ে নেশনস লীগের ম্যাচের পর আক্ষেপ ঝরলো হ্যাজার্ডের কণ্ঠে। তিনি বলেন, ‘মাঠে তো থাকতে চাই, কিন্তু পারছি না। সবসময়ই বলে এসেছি, পুরনো ইডেন হ্যাজার্ড তখনই ফিরবে, যখন তাকে মাঠে খেলার জন্য পর্যাপ্ত সময় দেয়া হবে। আমার শুধু রিদমে ফেরা প্রয়োজন।’ 
চলতি মৌসুমে লা লিগায় রিয়ালের ৬ ম্যাচের তিনটিতেই বেঞ্চে ছিলেন হ্যাজার্ড। বাকি তিন ম্যাচ মিলিয়ে মাত্র ৯৮ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। চ্যাম্পিয়নস লীগে সেল্টিকের বিপক্ষে হ্যাজার্ডকে শুরুর একাদশে রাখেন কোচ কার্লো আনচেলত্তি।

বিজ্ঞাপন
ওই ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন হ্যাজার্ড। কিন্তু আরবি লাইপজিগের বিপক্ষে পরের ম্যাচে বদলি হিসেবে খেলার সুযোগও হয়নি তার। বৃহস্পতিবার ওয়েলসের বিপক্ষে নেশনস লীগের ম্যাচে শুরুতেই মাঠে নামেন হ্যাজার্ড। ৬০ মিনিট মাঠে ছিলেন। খেলেছেনও চমৎকার। ম্যাচে ২-০ গোলের জয় কুড়ায় বেলজিয়াম। নিজের পারফরম্যান্স নিয়ে হ্যাজার্ড বলেন, ‘আরেকটি ম্যাচ শুরু করতে পেরে ভালো লাগছে। আপনারা এটা দেখেছেনÑ আমি খুশি থাকি তখনই, যখন খেলতে পারি। এখানকার (ব্রাসেলস) সাপোর্টারদের সামনে খেলতে পারাটা দারুণ ব্যাপার। আমি জানি, আমি কী করতে পারি। এখন আমার লক্ষ্য হচ্ছে বিশ^কাপের জন্য নিজেকে তৈরি করা। আমরা অপেক্ষায় আছি কোচ (রবার্তো মার্টিনেজ) কী সিদ্ধান্ত নেন। কিন্তু এতটুকু বলতে পারি আমি যখন খেলি তখনই সুখী অনুভব করি।’ নেশনস লীগে বেলজিয়ামকে সেমিফাইনালে যেতে হলে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে হবে। হ্যাজার্ড বলেন, ‘আমরা সেখানে (আমস্টারডাম) ভালো একটা ম্যাচ খেলার চেষ্টা করবো এবং বিশ^কাপের জন্য নিজেদের প্রস্তুত করবো।’

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status