ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

ইভ্যালির দায়িত্বে শামীমা, গ্রাহকদের ভিড়, বিক্ষোভ

অর্থনৈতিক রিপোর্টার
২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
mzamin

আদালত গঠিত পরিচালনা পর্ষদের কাছ থেকে বৃহস্পতিবার কোম্পানির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছেন ব্যাপক আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলের স্ত্রী ও কোম্পানির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। বৃহস্পতিবার সকালে দায়িত্ব বুঝে নেন তিনি। এদিকে ইভ্যালির দায়িত্ব মূল মালিকের কাছে ফিরিয়ে দেয়ার খবরে গতকাল রাজধানীর ধানমণ্ডি অফিসের সামনে ভিড় করেন শত শত গ্রাহক। ওদিকে ফের চালু হয়েছে ইভ্যালির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৮ মিনিটে পেজটি চালু করা হয়। পেজটি থেকে ‘ধন্যবাদ বাংলাদেশ’ শিরোনামে পোস্ট দেয়া হয়। যেখানে ক্যাশ অন ডেলিভারি ও পিক অ্যান্ড পে-এর কথা উল্লেখ করেছে ইভ্যালি। চালু হওয়ার ৭ ঘণ্টার মধ্যে লাইক পড়েছে ৭০ হাজার। আর শেয়ার হয়েছে সাড়ে ৪ হাজার বার।

 ওদিকে আদালত গঠিত পরিচালনা পর্ষদের কাছ থেকে বৃহস্পতিবার কোম্পানির দায়িত্ব বুঝে নিয়েছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলের স্ত্রী ও কোম্পানির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। এর আগে ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার মা ও বোন জামাইকে নতুন পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন
এতে ২২শে সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টের নির্দেশে গঠিত বোর্ডের মিটিংয়ে তাদের নতুন পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করতে বলা হয়। সেই অনুযায়ী, ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন বৃহস্পতিবার থেকে ইভ্যালির দায়িত্ব নিলেন। সরজমিন ধানমণ্ডিতে ইভ্যালির অফিসের সামনে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে শত শত পাওনাদার। ‘ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজিউমার কো-অর্ডিনেশন’ কমিটির ব্যানারে হাজির হওয়া এসব পাওনাদার টাকা ফেরত চাওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলের মুক্তির দাবিও করছেন। ইভ্যালি চালু করার জন্য আদালতকে ধন্যবাদ জানিয়ে ব্যানারও ছাপিয়েছেন তারা। পরে বিজয় র‌্যালি করেছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির মার্চেন্টরা। মিছিলে প্রায় দুই শতাধিক মার্চেন্ট অংশগ্রহণ করে। 

 সকালে ধানমণ্ডিতে ইভ্যালি কার্যালয়ে অতিরিক্ত সচিব মাহবুব কবীর উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, গ্রাহকের টাকা উদ্ধার করার দায়িত্ব আমাদের দেয়া হয়নি। ইভ্যালিতে কেন সমস্যা হয়েছে, কতোটা সমস্যা হয়েছে, উত্তরণের উপায় কী- এসব বিষয়ে যাচাই-বাছাই করতেই আমাদেরকে বলা হয়েছিল। আমরা চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছি। বিশ্বাস করি, প্রয়োজনীয় বিনিয়োগ পেলে এই প্রতিষ্ঠান আবার ঘুরে দাঁড়াতে পারবে।  ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজিউমার কো-অর্ডিনেশন কমিটির অন্যতম সমন্বয়ক সাকিব হাসান তাদের পাওনা টাকা উদ্ধারের প্রত্যাশাও করছেন। তিনি বলেন, রাসেল পরিবারের কাছে দায়িত্ব হস্তান্তর করায় আমরা আশাবাদী। ইভ্যালি ব্যবসা চালাতে পারলে আমাদের টাকাগুলো ধীরে ধীরে উদ্ধার হয়ে আসবে। এদিকে ইভ্যালির ফেসবুক পেজে মন্তব্য করেন মাহবুব কবীর। তাতে তিনি লেখেন, ধন্যবাদ ইভ্যালি। সব সংশয় আর সমস্যা দূর করে দাঁড়াতেই হবে। আমি প্রতিটি পদক্ষেপ ফলো করবো এবার ইনশাআল্লাহ। আবদুল্লাহ ইবনে মাহমুদ নামে একজন মন্তব্য করেছেন, ঘটনা কি? টাকা ফেরত পাচ্ছি? ইভ্যালি কর্তৃপক্ষ জবাব দিয়ে লেখেছেন, ইভ্যালির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

 উল্লেখ্য, গত বছর বন্ধ হয়ে যাওয়ার আগে বাণিজ্য মন্ত্রণালয়ে ইভ্যালির পাঠানো সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, প্রতিষ্ঠানটির মোট চলতি দায় ছিল তখন ৫৪৩ কোটি টাকা, যার মধ্যে মার্চেন্ট বা পণ্য সরবরাহকারীরা পাবেন ২০৫ কোটি ৮৬ লাখ টাকা। আর গ্রাহকদের পাওনা ৩১১ কোটি টাকা। গ্রাহক ঠকানোর মামলায় ইভ্যালির উদ্যোক্তা রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছিল। শামীমা গত এপ্রিল মাসে জামিনে বের হতে পারলেও এখনো বন্দিই আছেন রাসেল। পরে গত বছরের অক্টোবরে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে চেয়ারম্যান করে ইভ্যালির জন্য একটি পর্ষদ গঠন করে দিয়েছিল আদালত।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status