ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

ব্যানারে বঙ্গবন্ধুর ছবি না থাকায়...

নাটোর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
mzamin

নাটোরের গুরুদাসপুরে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না থাকায় অনুষ্ঠান বর্জন করেছেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি। এছাড়া এমপি’র অনুষ্ঠান বর্জনের পর পরই কলেজে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে কলেজ ক্যাম্পাসে মঞ্চ আয়োজন সম্পন্ন করেন কর্তৃপক্ষ। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে অনুষ্ঠান শুরুর আধা ঘণ্টা আগেই সেখানে যান এমপি কুদ্দুস। কলেজটির অধ্যক্ষ ড. মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদ ও নাটোর জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমানের নামও ছিল ব্যানারে। এমপি গাড়ি থেকে নামার পরই মঞ্চের ব্যানারে তাকিয়ে দেখেন ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নেই। সেই মুহূর্তেই সংসদ সদস্য ক্ষুব্ধ হয়ে কলেজ ত্যাগ করেন। 

এমপি অনুষ্ঠান স্থল ত্যাগ করার পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন।  এ ব্যাপারে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সজীব জানান, বিএনপি’র এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কলেজে একদল শিক্ষক সক্রিয় আছেন। তাদের প্ররোচনায় বিদায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নেই। এ কারণে সংসদ সদস্য অনুষ্ঠান বর্জন করেছেন এবং আমরা বিক্ষোভ করেছি। তবে রাজনৈতিক প্রভাবের বিষয়টি অস্বীকার করে কলেজের অধ্যক্ষ ড. মো. একরামুল হক জানান, অনুষ্ঠানে কিছু ত্রুটি ছিল তাই আজকের মতো অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। যেসব ভুল ছিল ইতিমধ্যেই সেগুলো সংশোধন করা হয়েছে। নতুন করে ব্যানারও তৈরি করা হয়েছে। 

আশা করছি দুই- একদিনের মধ্যে আবার অনুষ্ঠানের দিন-তারিখ ঠিক করা হবে।  সংসদ সদস্য আব্দুল কুদ্দুস এমপি বলেন, কলেজ কর্তৃপক্ষ আমাকে বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল। বরাবরই আমি প্রতিটি অনুষ্ঠানে সময়ের আগে উপস্থিত হই। কলেজের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল ১০টায়। আমি সাড়ে ৯টায় কলেজে উপস্থিত হয়েছিলাম। মঞ্চের দিকে এগিয়ে গিয়ে দেখি ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি নেই। আমি তখনই কলেজ ত্যাগ করি। যে অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকে না সেখানে থাকার প্রশ্নই আসে না। তাই অনুষ্ঠান বর্জন করেছি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

১০

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা/ মোবাইল চোরকে সহযোগিতা করাই কাল হলো

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status