রকমারি
৩৩ বছর পর নেপচুনের বলয়ের অসাধারণ ছবি সামনে আনলো জেমস ওয়েব টেলিস্কোপ
মানবজমিন ডিজিটাল
(৪ মাস আগে) ২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩১ অপরাহ্ন

মার্কিন মহাকাশ সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) এর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ৩০ বছরেরও বেশি সময় পর নেপচুন রিংগুলির স্পষ্টতম দৃশ্য সামনে এনেছে । নাসা বুধবার তার অফিসিয়াল ব্লগ পোস্টে বলেছে- বেশ কয়েকটি উজ্জ্বল, সরু রিং ছাড়াও, ওয়েবের চিত্রটি স্পষ্টভাবে নেপচুনের ক্ষীণ ধুলোর ব্যান্ডগুলিরও ছবি তুলেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তিন দশক আগে নেপচুনের বলয়ের যে ছবি দেখা গিয়েছিল, তা ছিল খুবই অস্পষ্ট। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ অনেক স্পষ্ট ছবি পাঠিয়েছে। নেপচুনের বলয় নিয়ে গবেষণাকে এই ছবি অনেক এগিয়ে দেবে। ১৯৮৯ সালে, নাসার ভয়েজার ২ নেপচুনের প্রথম ছবি তোলে। আমাদের সৌরজগতের বাইরের গ্রহগুলি তদন্ত করার জন্য মহাকাশ সংস্থা নাসার পাঠানো, ভয়েজার ২ নেপচুনের উত্তর মেরু থেকে প্রায় ৪,৯৫০ কিলোমিটার উপরে চলে যায়। লঞ্চের ৪৫ বছর পরেও, ভয়েজার ২ এখনও পৃথিবী থেকে দূরে নেভিগেট করছে। বিজ্ঞানীরা জানান, মহাকাশ থেকে নেপচুন গ্রহকে গাঢ় বেগুনি রঙের দেখায়। সেই সঙ্গে এই গ্রহের গায়ে এক প্রকার নীলচে আভাও দেখা যায়।
সূত্র : হিন্দুস্থান টাইমস