রকমারি
জীবাশ্ম হয়ে যাওয়া হাজার হাজার ডাইনোসরের ডিম উদ্ধার হলো চীনে
মানবজমিন ডিজিটাল
(২ বছর আগে) ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার, ৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:০৮ অপরাহ্ন

বাড়ির কাছেই যদি উদ্ধার হয় হাজার হাজার ডাইনোসরের ডিম তাহলে কেমন হয় ? না জুরাসিক পার্কের গল্প নয়, বাস্তবেই চীনের আনহুই প্রদেশের কুয়ানসান বেসিন এলাকায় একটি গ্রাম থেকে উদ্ধার হয়েছে জীবাশ্ম হয়ে যাওয়া ডাইনোসরের ডিম। বিজ্ঞানীরা ক্যালসাইট ক্রিস্টালের ক্লাস্টারে ভরা কামান বল-আকারের ডাইনোসরের ডিম আবিষ্কারের কথা ঘোষণা করেছেন । প্যালেওজিওগ্রাফি জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণা পত্রে চীনা বিশেষজ্ঞরা এই আশ্চর্যজনক আবিষ্কারের বিস্তারিত তথ্য জানিয়েছেন। দুটি প্রায় পুরোপুরি গোলাকার ডিম ক্রিটেসিয়াস যুগের - যা ডাইনোসরের যুগের চূড়ান্ত সময়কাল বলে ধরা হয়।
প্যালিওন্টোলজিস্টরা ডিমের বড় আকার, ডিমের খোসার আঁটসাঁট বিন্যাস, সেইসাথে তাদের অনন্য গোলাকার আকৃতি দেখে এই সিদ্ধান্তে এসেছেন যে, এরা একটি নতুন প্রজাতির ডাইনোসর থেকে এসেছে । প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, ক্রিটেসিয়াস যুগে ডাইনোসরেরা দাপিয়ে বেড়াত পৃথিবীতে। চীনের এই এলাকাতেও ডাইনোসরের রাজত্ব ছিল। এই ডিমগুলো পরীক্ষা করে দেখা হবে ঠিক কোন প্রজাতির ডাইনোসরের ডিম। মাটি খুঁড়ে এদের হাড়ের জীবাশ্ম পাওয়া যাবে কিনা সে খোঁজ শুরু হয়ে গেছে। এক একটি ডিম ৪ থেকে ৫ ইঞ্চি লম্বা, প্রস্থেও ৫ ইঞ্চির মতো। এমন হাজার হাজার ডিম জমে পাথর হয়ে গেছে। প্রথমে দেখলে চট করে বোঝা যাবে না। পাথর বলেই মনে হবে। কিন্তু ভাল করে খুঁটিয়ে দেখলে, পাথরের গায়ে জীবাশ্ম হয়ে যায় ডিমের গঠন বোঝা যাবে। আবহাওয়ার প্রভাবের কারণে, ডিমের খোসার বাইরের অংশ এবং সংশ্লিষ্ট সেকেন্ডারি ডিমের খোসার ইউনিটগুলি নতুন আবিষ্কৃত ডাইনোসরের ডিমগুলিতে দেখা যায় না বলে জানাচ্ছেন গবেষকরা। তারা জানিয়েছেন যে ডিমগুলির আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে , তাই এর অভ্যন্তরীণ ক্যালসাইট ক্রিস্টালগুলি উন্মুক্ত হয়েছে। এই ক্রিস্টালই আসলে জীবাশ্ম হয়ে যাওয়া ডাইনোসরের ডিম।
সূত্র : এনডিটিভি