রকমারি
ভারতীয় তেলেভাজার প্রেমে পড়ে এক ব্রিটিশ দম্পতি সদ্যোজাতের নাম রেখেছেন ‘পকোড়া’!
(৬ মাস আগে) ৪ সেপ্টেম্বর ২০২২, রবিবার, ৩:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

একটি সন্তানের নামকরণ পিতামাতার সবচেয়ে সুদূরপ্রসারী কাজ। নামকরণ এমন একটি বিষয় যা সেই শিশুকে পরিচয় করিয়ে দেয় সমাজের সঙ্গে। এই কারণেই বেশিরভাগ বাবা-মায়েরা জন্মের আগেও শিশুর নামকরণের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। অনেক দম্পতি তাদের পরিবারের গুরুজন, বন্ধুবান্ধব বা পরামর্শদাতার পরামর্শ নেয়। অন্যরা তাদের অনুপ্রেরণা, কখনো বা নিজের পছন্দের দিকে মনোনিবেশ করে।একটা সময় ছিল যখন বাবা-মায়েরা সন্তানের নাম বাছাই করতে বা চূড়ান্ত করার জন্য নামের বই কিনতেন। সেই অভ্যাসটি এখন অনেকটাই পাল্টেছে ইন্টারনেটের দৌলতে। শুনতে অবাক লাগলেও, সদ্যোজাত পকোড়াকে নিয়ে এখন নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে। আসলে আপনি একটি বিখ্যাত ব্যক্তি, স্মৃতিস্তম্ভ, স্থান বা কাল্পনিক চরিত্রের নামে একটি শিশুর নাম শুনে থাকতে পারেন। কিন্তু আপনি কখনো শুনেছেন যে একটি শিশুর নাম তাদের পিতামাতার প্রিয় খাবারের নামে রাখা হয়েছে?আয়ারল্যান্ডের নিউটাউনঅ্যাবেতে একটি রেস্তরাঁ রয়েছে। সেই রেস্তরাঁয় এক ব্রিটিশ দম্পতি প্রায় খেতে আসতেন।
সূত্র : টাইমস নাও