ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

চিনুক হেলিকপ্টারগুলির উড়ান বন্ধ করে দিলো আমেরিকা, চিন্তায় ভারত

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০২ পূর্বাহ্ন

mzamin

চিনুক হেলিকপ্টারগুলির ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। ফলস্বরূপ আমেরিকার ফৌজের ৪০০টি চিনুকের উড়ান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৬০ সাল থেকে আকাশ দাপিয়ে বেড়াচ্ছে চিনুক। এই ঘটনায় উদ্বিগ্ন ভারত। কারণ, ভারতীয় সেনাবাহিনীর অন্যতম হাতিয়ার হচ্ছে মার্কিন সংস্থা বোয়িংয়ের তৈরি চিনুক কপ্টার। ভারতের কাছে প্রায় ১৫টি CH-47 চিনুক হেলিকপ্টার রয়েছে। গত কয়েক বছর ধরে, তারা লাদাখ এবং সিয়াচেন হিমবাহের মতো জায়গায় এয়ারলিফ্ট অপারেশনের জন্য এই অঞ্চলে মোতায়েন ভারতীয় বাহিনীকে সহায়তা করতে একটি প্রধান সামরিক হাতিয়ার হিসাবে চিনুক ব্যবহার করে আসছে। এই ‘হেভি লিফট’ বা ভারি ওজন বহনে সক্ষম হেলিকপ্টারগুলি রাতেও উড়তে পারে। এছাড়াও ১০০ কুইন্টাল ভারি জিনিস বহন করে উড়তে পারে চিনুক এইচ-৪৭।

বিজ্ঞাপন
জওয়ানদের নিয়ে যাওয়ার পাশাপাশি যুদ্ধক্ষেত্রে হাতিয়ার নিয়ে যাওয়া, পরিকাঠামো নির্মাণের জিনিসপত্র বহনের মতো কাজ করতে পারে। ভারত ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চিনুক হেলিকপ্টারের প্রথম ব্যাচ পেয়েছিল। ২০২০ সালে ভারতীয় বায়ুসেনাকে ১৫ টি চিনুক হেলিকপ্টার প্রদান সম্পন্ন করেছে। কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন যে মার্কিন সেনাবাহিনী হেলিকপ্টারগুলিতে অল্প সংখ্যক ইঞ্জিনে আগুনের বিষয়ে সচেতন ছিল এবং এই ঘটনার ফলে কোনও আঘাত বা মৃত্যু ঘটেনি। সাম্প্রতিক দিনগুলিতে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে ইউএস আর্মি ম্যাটেরিয়াল কমান্ড শত শত হেলিকপ্টারের বহরকে গ্রাউন্ড করেছে। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, “সবার আগে ফৌজের জওয়ানদের নিরাপত্তা জরুরি। আমাদের বিমানগুলিকে সুরক্ষিত করার সমস্ত চেষ্টা আমরা করছি।”

সূত্র :বিজনেস স্ট্যান্ডার্ড

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status