ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৯:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:০৫ অপরাহ্ন

mzamin

ফাইল ছবি

স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজায় পৌঁছান তিনি। এরআগে রাত সাড়ে ৭টায় হাসপাতাল থেকে বাসায় উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারপারসন।

বুধবার রাত ৭টার পরে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য গুলশানের বাসা থেকে হাসপাতালে পৌঁছান বেগম খালেদা জিয়া। সেখানে তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পরই বিএনপি চেয়ারপারসনকে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তাকে দেখার পর হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়।

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার পরে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বুধবার রাতে উনার বেশ কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার রিপোর্টের ভিত্তিতে মেডিকেল বোর্ড তার চিকিৎসা সেবা দিয়েছেন।

এরআগে সর্বশেষ গত ৩১ মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তাকে চিকিৎসা দেয়া হয়। ওই দফায় তিনদিন হাসপাতাল থাকার পর গুলাশানের বাসায় ফিরেন তিনি। 
৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি এবং ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল।

বিজ্ঞাপন
তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status