ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

অবশেষে নৌবাহিনীর হাতেই গেল চট্টগ্রাম বন্দরের এনসিটি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

বহু বিতর্কের পর চট্টগ্রাম বন্দরের আলোচিত নিউমুরিং কনটেইনার টার্মিনালকে (এনসিটি) ছয় মাস পরিচালনার জন্য নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগাং ড্রাইডক লিমিটেডকে দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল থেকেই এনসিটি পরিচালনা শুরু করবে চিটাগাং ড্রাইডক লিমিটেড। আর এর মধ্যদিয়ে এনসিটি পরিচালনাতে আলোচিত ব্যবসায়ী তরফদার রুহুল আমিনের সাইফ পাওয়ারটেক যুগের আপাতত অবসান হয়েছে। বন্দর সূত্র জানিয়েছে, ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে (ডিপিএম) এনসিটি পরিচালনা করবে চিটাগাং ড্রাইডক লিমিটেড।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, সরকারের সিদ্ধান্ত পাওয়ার পর ড্রাইডকের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তির বিষয়টি বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদন হয়েছে। সোমবার  ড্রাইডকের সঙ্গে ছয় মাসের জন্য এনসিটি পরিচালনার চুক্তি করবে বন্দর কর্তৃপক্ষ। একইদিন সাইফ পাওয়ার টেক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবে। একইদিন থেকে নৌবাহিনীর মাধ্যমে এটি পরিচালনা করবে চিটাগাং ড্রাইডক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টেকনিক্যাল কারণে নৌবাহিনী সরাসরি টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে পারেনি। তবে ড্রাইডকের মাধ্যমে তারা এটি পরিচালনা করবে। এই বিষয়ে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমীন বলেন, নৌবাহিনীকে দায়িত্ব হস্তান্তর করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। এনসিটি ছাড়লেও তাদের কার্যক্রম চুক্তি অনুযায়ী বহাল আছে সিসিটিতে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ই জুন অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে সাইফ পাওয়ারটেককে আর টার্মিনালটি পরিচালনার দায়িত্বে না রাখার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে, বন্দর কর্তৃপক্ষকে নিজস্ব ব্যবস্থাপনায় টার্মিনালটি পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। টার্মিনালটি পরিচালনার জন্য অতিরিক্ত ৪২ কোটি টাকার বাজেট প্রয়োজন। এ জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। অনুমতি পাওয়া গেলে দ্রুত কাজ শুরু হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, সাইফ পাওয়ারটেকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া শুরু হলে, সাইফ পাওয়ারটেক সরকারি উদ্যোগটি বাধাগ্রস্ত করার চেষ্টা করে।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status