বাংলারজমিন
দোহারে হারুন মাস্টার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, দোহার থেকে
৮ জুলাই ২০২৫, মঙ্গলবারঢাকার দোহারে বিএনপি নেতা ও শিক্ষক হারুন-অর-রশীদ মাস্টার হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের জয়নালের মোড় এলাকায় বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মানববন্ধনে শিক্ষক, ছাত্রছাত্রীসহ প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা দ্রুত খুনি ও ঘটনার নেপথ্যের ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, সিনিয়র শিক্ষক লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, প্রাক্তন শিক্ষার্থী আব্দুল মান্নান, আল-মামুন লাভলু মোল্লা, ডা. ইলামদ্দিন, নজরুল ইসলাম লিটন, অভিভাবক প্রতিনিধি শফিকুল ইসলাম ভূঁইয়া, তোতা মোল্লা, মশিউর রহমান রিপন, লাভলু দেওয়ান, সেলিম রেজা প্রমুখ। এর আগে গত বুধবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হলে পেছন থেকে তিন যুবক এসে তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় শনিবার সকালে নিহত শিক্ষকের ভাই আবদুল মান্নান থানায় হত্যা মামলা দায়ের করলে মো. ফারুক হোসেন নামে এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়।