বাংলারজমিন
রংপুরে নদীতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৮ জুলাই ২০২৫, মঙ্গলবাররংপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, দিনাজপুর পাবর্তীপুর উপজেলার লহ্মণপুর গ্রামের আফতাব হোসনের ছেলে আলিফ হোসেন (১২) ও নবাবগঞ্জ উপজেলার শিমুলবাড়ি গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান সিয়াম (১৩)। তারা বদরগঞ্জ উপজেলার জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিলেন। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রবিবার আশুরার ছুটির কারণে মাদ্রাসার আবাসিক শাখায় দিনের পাঠদান বন্ধ ছিল। ছুটির কারণে বড় শিক্ষার্থীরা দিনের বেলার বাহিরে ও ছোট শিক্ষার্থীরা মাদ্রাসার ভেতরে খেলাধুলা করছিল। এরই এক পর্যায়ে আলিফ ও সিয়াম মাদ্রাসার দেয়াল টপকিয়ে বাহিরে চলে যায়। এরপর বদরগঞ্জ উপজেলার পাকারমাথা রেলসেতুর পার্শ্বে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল তাদের মরদেহ উদ্ধার করে। বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, পানি ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।