বাংলারজমিন
সীতাকুণ্ডে ব্যবসায়ী সমিতির নির্বাচন ১৯শে জুলাই দুর্নীতিমুক্ত ভোটের অঙ্গীকার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির একাদশ নির্বাচন আগামী ১৯শে জুলাই অনুষ্ঠিত হবে। পাঁচটি বুথে একযোগে ভোটগ্রহণে অংশ নেবেন তিন হাজারেরও বেশি ভোটার। গত রোববার সমিতির কার্যালয়ে প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় নির্বাচনী বিধিনিষেধ ও দিকনির্দেশনা তুলে ধরেন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক গাজী সোজা উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সামছুল আলম আজাদ। বক্তব্য দেন কমিটির সদস্যসচিব ও জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহিদুল হক চৌধুরী, উপজেলা বিএনপি’র সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ নাসির উদ্দিন ও মোহাম্মদ জিয়াউল হক। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. কামাল উদ্দিন ও মো. সাজ্জাদ হোসেন রফিক। এছাড়া সহসভাপতি, সাংগঠনিক, অর্থ, প্রচার, দপ্তর, সমাজকল্যাণ, ক্রীড়া সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।