বাংলারজমিন
পাথরঘাটায় ডেঙ্গুতে শ্রমিকের মৃত্যু
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
৮ জুলাই ২০২৫, মঙ্গলবারবরগুনার পাথরঘাটায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাইফুল মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পাঁচটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ইউনুস মোল্লার ছেলে ও স্থানীয় আইস ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।
স্থানীয় বাসিন্দা বাদল সরদার জানান, কয়েকদিন ধরে সাইফুলের শরীরে জ্বর ছিল। অসুস্থ অবস্থায় গত দু’দিন আগে সে কর্মস্থলে কাজ করার সময় অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। বরফ মিল কর্তৃপক্ষ সাইফুল মোল্লাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তার পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানে তার শরীরে ডেঙ্গু সনাক্ত হয়। সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। কয়েকদিনের চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে সেখানে চিকিৎসাধীন থেকেই সোমবার সকালে মৃত্যুবরণ করেন।