বাংলারজমিন
ভোলা জেলা জুলাই মঞ্চের কাঠামো গঠন; আহ্বায়ক তানজিল, মুখপাত্র জাকির
লালমোহন (ভোলা) প্রতিনিধি
৮ জুলাই ২০২৫, মঙ্গলবারজুলাই মঞ্চ ভোলা জেলার কাঠামো গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট তানজিল ইসলাম এবং মুখপাত্র হিসেবে জাকির হোসেন জুয়েলকে নির্বাচিত করা হয়েছে। ‘ভিন্ন দল ভিন্ন পথ- দেশের প্রশ্নে ঐক্যমত’ এ প্রতিপাদ্য ধারণ করে ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী জুলাই বিপ্লবে অংশ নেয়া সর্বদলীয় এবং রাজনৈতিক-অরাজনৈতিক ছাত্রজনতার অন্তর্ভূক্তিতে জুলাইয়ের প্রকৃত ঐক্যের চেতনা সমুন্নত রেখে দেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়ে গঠিত জুলাই মঞ্চের ৮১ সদস্য বিশিষ্ট ভোলা জেলা কাঠামো আগামী ১ বছরের জন্য অনুমোদন করা হয়েছে। এ কমিটির অনুমোদন দিয়েছেন জুলাই মঞ্চের কেন্দ্রী আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার ও মুখপাত্র সাকিব হোসাইন।
ভোলা জেলার মুখপাত্র জাকির হোসেন জুয়েল জানান, জুলাই মঞ্চ কোনো রাজনৈতিক দল বা সংগঠন নয়। এটি জুলাই বিপ্লবের চেতনায় সর্বদলীয় জুলাই বিপ্লবীদের ঐক্যের প্লাটফর্ম।