বাংলারজমিন
দৌলতখানে হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
৮ জুলাই ২০২৫, মঙ্গলবারভোলা-২ আসনের সাবেক সাংসদ ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা, পৌর ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল (৭জুন) দুপুর ১ঘটিকায় দৌলতখান প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাবেক সাংসদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু। তিনি বলেন, ভোলা সদর উপজেলার দরগা রোড ওয়েস্টার্ন পাড়ার মো. সেলিম নামে এক ব্যক্তি গতকাল রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগে বলেন, ভোলা ২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের ক্ষমতা দেখাইয়া জনৈক ব্যক্তি তার জমি দখল, মেরে ফেলার হুমকি ও চাঁদা দাবি করে। ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগটির ভিডিও একটি পত্রিকার অনলাইনে প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়। শাহজাহান সাজু আরও বলেন, ওই ঘটনার সাথে হাফিজ ইব্রাহিমের কোন সম্পৃক্ততা নেই। একটি মহল আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে মাঠে নেমেছে। উদ্দেশ্য প্রণোদিত ওই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে দৌলতখান উপজেলা, পৌর ও বিএনপির অংগসংঘটনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় জিডি করা হয়েছে। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, গোলাম কবির স্বপন, আলাউদ্দিন সরদার, শাহে আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্রি, উপজেলা যুবদলের সদস্য-সচীব আবুহেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।