বাংলারজমিন
ধামরাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
৮ জুলাই ২০২৫, মঙ্গলবারঢাকার ধামরাইয়ে একটি বিদ্যালয়ের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে আইয়ান নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার দক্ষিণ জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত আয়ান দক্ষিণ জয়পুরা গ্রামের জামান মিয়ার ছেলে। নিহতের বাবা বলেন, দুপুর ১২টার দিকে আমার ছেলে আয়ান বাড়ির পাশেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেপটিক ট্যাংকির পাশে খেলতে যায়। এ সময় আয়ান সেপটিক ট্যাংকে পড়ে যায়। সেখান থেকে আর উঠতে পারেনি। দুপুর ১টার দিকে বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ ভাসছে। পরে দ্রুত তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের সেপটিক ট্যাংকির কাজ নির্মাণাধীন থাকায় বৃষ্টির পানি জমে ছিল। আর সেই পানিতে পড়েই শিশুটি মারা যায়। তবে সবসময় সেপটিক ট্যাংকি ঢেকে রেখেই কাজ করা হতো। গত কয়েকদিনের বৃষ্টির কারণে তা আর ঢেকে রাখা হয়নি।