বাংলারজমিন
গৌরীপুরে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
৮ জুলাই ২০২৫, মঙ্গলবারময়মনসিংহের গৌরীপুরে বনবিভাগের কথিত ‘বড় অফিসার’র বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে। শনিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে গাছ কাটা হয়। সন্ধ্যায় বিক্রিত কাটা গাছ জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা। তিনি বলেন, রাস্তার কাটা গাছ জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন তসলিম জানান, সরকারি গাছ কাটতে দেখে আমি ও এলাকাবাসী আটকে দেই। উপজেলা প্রশাসনকে খবর দেয়ার পর গাছগুলো জব্দ করে। এদিকে সোমবার সরকারি রাস্তার গাছ কাটা সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সুজনের উপজেলা আহ্বায়ক রিয়াজুল হাসনাত ও যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তসলিম উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিক আব্দুল হামিদ, রানা ও মুরাদ হোসেন বলেন, মেহেদি স্যার নিয়ে আসছেন। তাদের বাড়ি উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়ায়। তারা মেহেদী স্যারের নির্দেশে গাছ কাটছেন। এদিকে মেহেদি হাসানের বিরুদ্ধে গৌরীপুর কলতাপাড়া সড়ক, শাহগঞ্জ সড়ক, শ্যামগঞ্জ সড়ক ও বন বিভাগের সথেঙ্গ দেয়ালঘেঁষে থাকা গাছসহ শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, বনবিভাগের পোষাক পরিহিত লোকজন এসে গাছ কাটতে দেখেছি। গাছ যারা কাটছে তাদের বাড়ি কলতাপাড়া বলে জানিয়েছে।
এ প্রসঙ্গে ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম জানান, এ ঘটনা মাত্র জানলাম। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। বনবিভাগের সহকারী বন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম খান জানান, রনির বিরুদ্ধে বন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। গৌরীপুর এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান মানবজমিনকে জানান, বনপ্রহরী মেহেদী হাসান রনি অবৈধভাবে ৩টি গাছ কেটে সাড়ে ১৬ হাজার টাকায় বিক্রির বিষয়টি সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তার নিকট লিখিত তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত নয়।