বাংলারজমিন
মিরসরাইয়ে লরির ধাক্কায় শিশু নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
৮ জুলাই ২০২৫, মঙ্গলবারচট্টগ্রামের মীরসরাইয়ে লরির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে আলিফা (৫) বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মিরসরাই পৌরসদরের কলেজ রোডের মুখে মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আলিফা উপজেলার হাইতকান্দি ইউনিয়নের মোহাম্মদ জহিরের মেয়ে।
প্রত্যক্ষদর্শী কিশোর কুমার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই কলেজ রোড এলাকায় সিএনজি অটোরিকশা হঠাৎ ব্রেক করলে চট্টগ্রাম মুখী কাভার্ডভ্যানের পেছনে থাকা চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সিএনজিটিকে। এতে সিএনজিতে মায়ের কোলে থাকা শিশু আলিফা ছিটকে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। মিরসরাইয়ে পুলিশ ফাঁড়ির এটিআই সালাউদ্দিন জানান, বিকেলে কলেজ রোড এলাকায় সিএনজি অটোরিকশার পেছনে কাভার্ডভ্যান ধাক্কায় ঘটনাস্থলে এক শিশু নিহত হয়েছে। কাভার্ডভ্যান চালকে আটক করা হয়েছে। চালক ও গাড়ি জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ কাছে হস্তান্তর করা হয়েছে।