ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা

নরসিংদী প্রতিনিধি

(১ দিন আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৬:৩৭ অপরাহ্ন

নরসিংদী জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সাথে এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস সমূহ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন উপলক্ষ্যে মসজিদ, মাদ্রাসা, মন্দির প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদ ও আহতদের নামে দোয়া ও প্রার্থনার আয়োজন সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পরে  জুলাইয়ের কর্ণার উদ্বোধন করা হয়।  রোববার সন্ধ্যা থেকে রাত পযর্ন্ত  নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মো. শামসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্পিরিট নবায়ন করতে হবে। জুলাই আন্দোলনের কারাবন্দি ও মামলায় জড়িতদেরকে মুক্ত করতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলায় জড়িতদেরকে বাঁচানোর তদবির করা যাবে না। তিনি আরো বলেন, নরসিংদী জেলখানা ভাঙা দিবস ও জাদুঘর স্থাপন করা, শহীদের স্মরণে একই ডিজাইন কবর নির্মাণ, জেলা ও উপজেলা পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন এবং মসজিদ, মাদ্রাসা, মন্দির প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান, জেলা সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল ইসলাম শামীম, নরসিংদী জেলা বিএনপির সেক্রেটারী আলহাজ্ব মঞ্জুর এলাহী ও সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহসভাপতি সোহরাব হোসেন হায়দার, নরসিংদী ইসলামী ফাউন্ডেশন এর উপ-পরিচালক ইউসুফ আলী, নরসিংদী জেলার আলেম প্রতিনিধি হযরত মাওলানা শওকত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার প্রতিনিধি সোহান হায়দার (সুনু), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার প্রতিনিধি গোলাম রেশাদ তমাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার প্রতিনিধি ফাহিম আহমেদ রাজ অভি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল ওয়াহাব রাশেদ, নরসিংদী স্থানীয় সরকার এর উপপরিচালক মো: মনোয়ার হোসেন, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাশেদুল হাসান রিংকু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: নাজমুল হাসান, নরসিংদী এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, নরসিংদী সড়ক ও জনপদ বিভাগ নিবার্হী প্রকৌশলী রেজা ই রাব্বি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার বাইজিত বিন মনছুর আলী, বেলাব উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, শিবপুরের ইউএনও ফারজানা ইয়াসমিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্ত নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত সিদ্দিকা, জেলা মহিলা বিষয়ক অফিসার সেলিনা বেগম,নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল হাই, জেলা জামায়েতের সেক্রেটারী আমজাদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার মাসুদুর রহমান রুবেল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত ও ট্রেজারি শাখা) শিহাব সারার অভী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, প্রবাসী কল্যাণ শাখা ও কর্মসংস্থান সেল শাখা) মো. মেহেদী হাছান পাটোয়ারী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জে.এম শাখা) সারোয়ার আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব, নরসিংদী জেলা নাজির আব্দুর রউফ, রায়পুরা থানা অফিসার ইনর্চাজ মো: আদিল মাহমুদ, নরসিংদী সদর থানা অফিসার ইনর্চাজ এমদাদ হোসেন, শিবপুর থানা অফিসার ইনর্চাজ আফজাল হোসাইন, বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক বশির আহম্মদ মোল্লা প্রমুখ। পরে প্রধান অতিথি ডিসি অফিসের দোতলায় জুলাইয়ের কর্ণার উদ্বোধন করেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status