বাংলারজমিন
উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবারকুড়িগ্রামের উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শামিরা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ জামের দরগা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, গত এক সপ্তাহ আগে শামিরা মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন দুপুরে বৃষ্টি শুরু হলে পরিবারের লোকজন কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় শামিরাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে তার স্বজনরা। পরে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসতে দেখে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
২
দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ
৩
মুরাদনগরে ধর্ষণকাণ্ড / ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় প্রধান আসামি শাহ পরান গ্রেপ্তার
১০