বাংলারজমিন
ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবারসিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল উপজেলার কুরুয়া বাজার এলাকায় এনা (ঢাকা মেট্রো ব ১৫-২২৭৫) ও ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-১৮৬১) বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের জাফর শেখের ছেলে। তিনি ইউনিক বাসের হেলপার ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় দুই বাসের চালক সহ আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহন ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাস দু’টি কুরুয়া এলাকায় আসা মাত্র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে। এরপর স্থানীয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন।