ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

‘আগামী নির্বাচনে প্রশাসনের ‘কু’ শব্দের ‘কু’টা শুনতে চাই না

ফেনী প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবার

ফেনীতে জামায়াতের সুধী সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের সন্তানরা যে আশা নিয়ে আকাঙ্‌ক্ষা নিয়ে রক্ত দিয়েছে, সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত। আমরা বলেছি আগামী নির্বাচনে প্রশাসনের ‘কু’ শব্দের ‘কু’টা শুনতে চাই না। আমরা কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না। তাই যদি হবে তাহলে এত এত মানুষ জীবন দিয়েছে কেন? আমরা ফ্যাসিস্ট আমলের আদলে আর কোন নির্বাচন এদেশে হতে দেব না।’ শনিবার সন্ধ্যায় শহরের একটি গণমিলনায়তনে (কিং অব ফেনী কমিউনিটি সেন্টার) অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে আর কোন ফ্যাসিস্ট তৈরি হতে দেয়া হবে না। সংস্কার কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে ‘ইট উইল বি এনাদার জেনসাইড ইলেকশন’ এটা হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল। আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেয়া হবে না। আমরা ন্যায়ের পক্ষে এবং জনগণের অধিকারের পক্ষে আছি। ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে মুছে না যাবে ততদিন আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি আল্লাহ তায়ালার সাহায্য আমরা পাব ইনশাআল্লাহ।’ সুধী সমাবেশে সভাপতিত্ব করে স্বাগতা বক্তব্য রাখেন দলটির জেলা আমীর মুফতি আবদুল হান্নান। জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা কুমিল্লা অঞ্চলের টিম সদস্য, ফেনী ২ আসনের জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী ৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, ফেনী-১ আসনের জামায়াতের এমপি প্রার্থী কেন্দ্রীয় মসজিদের সূরা সদস্য অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন। এর আগে বিকেলে একই ভ্যনুতে ফেনী জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় আমির।  রুকন সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকা, পেশিশক্তির রাস্তা বন্ধ হবে। ফ্যাসিজম সৃষ্টি হবেনা। পিআর পদ্ধতি হলে আওয়ামী লীগ পূর্নবাসন হবে এমন চিন্তা একটি বিশেষ দল থেকে প্রচার করা হচ্ছে। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবেনা। ১৮ কোটি মানুষের সীমাহীন দূর্ভোগ হচ্ছে। এজন্য স্থানীয় সরকারের নির্বাচন চাই। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে খারাপ লোকেরা নেতৃত্ব পেয়ে যায়। কথা লাউড এন্ড ক্লিয়ার। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এই আওয়াজ জোরদার করতে হবে। দলের স্বার্থের উর্ধে উঠে দেশের স্বার্থ বড় প্রমান করতে হবে। রুকন সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছুম ও মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ আলাউদ্দিন ও জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ এরআগে সকালে কুমিল্লার সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

১০

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা/ মোবাইল চোরকে সহযোগিতা করাই কাল হলো

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status