বাংলারজমিন
শ্রীমঙ্গলে কর্মী সমাবেশে ময়ূন
‘বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগের দোসরদের স্থান দেয়ার সুযোগ নেই’
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবারদল পুনর্গঠনে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগের দোসরদের কোনোভাবে স্থান দেয়ার সুযোগ নেই জানিয়ে মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেছেন, আমাদের বিএনপিতে কোনো গ্রুপ নেই। গ্রুপ একটাই এটি হচ্ছে, তারেক রহমানের গ্রুপ আর প্রতীক হচ্ছে ধান ছড়া। আমাদের ঈমানি দায়িত্ব এই ধানছড়া প্রতীকে এ আসনে যিনি নমিনেশন পাবেন তার জন্য আমরা সবকিছু সমর্পণ করবো। ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো। এই প্রতীকের জন্য আমরা জীবন বাজি রেখে প্রতিটি সেন্টারে বিজয়ী করবো।
ময়ূন বলেন, ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের পর প্রতিটি ওয়ার্ড কমিটি এসব ওয়ার্ড কমিটি থেকে ভোটের সময় সেন্টার কমিটি করবেন। এই ধানের ছড়া প্রতীককে পাস করানো আমাদের সকলের ঈমানি দায়িত্ব। এখানে কোনো দ্বিমত থাকবে না। এসব কমিটি গঠনের লক্ষ্য-উদ্দেশ্য একটাই, ধান ছড়ার প্রার্থী যিনি হবেন তাকে পাস করানো।
তিনি আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল পুনর্গঠনে একটি নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে আমরা কাজ করবো। এখন আর জেলা-উপজেলা থেকে পকেটে কমিটি গঠন করার সেই সুযোগ আর নেই। উপজেলা থেকেও ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের সুযোগ আর নেই। সব কমিটির ক্ষমতা দেয়া হয়েছে তৃণমূলের নেতৃবৃন্দের কাছে। এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত। আমরা তার নির্দেশনা ও সিস্টেমটাকে পৌঁছে দিচ্ছি। কমিটি গঠনের আগে আমরা আগে এভাবে কর্মী সমাবেশ করতে পারি নাই। তৃণমূলে কর্মী সমাবেশ কী, কাকে বলে- আগে আমরা জানতাম না। আমরা একটা মিটিং করতাম অথবা ওপর থেকে কমিটি করে দিতাম। এখন আর সে সুযোগ নেই। এখন আমরা মাঠে চলে আসছি। শুধুমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৃণমূলকে মূল্যায়ন করার জন্য মাঠে পাঠিয়েছেন। ওয়ার্ড থেকে ইউনিয়ন, উপজেলা থেকে জেলা কমিটির পছন্দের নেতা বানাবেন তৃণমূলের নেতাকর্মীরা। কমিটি গঠনের এখতিয়ার আমাদের কাছে নাই। এ ক্ষমতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কাছে রাখেন নাই। কমিটি গঠনের আগে ইউনিয়ন পর্যায়ের কর্মী সমাবেশ ওয়ার্ড পর্যায়ে সাড়া ফেলবে।
গত শুক্রবার বিকালে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আয়োজিত কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দলীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন। শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনের সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, খন্দকার আবুল মঈন গোফরান তারেক, আহ্বায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, মো. মকসুদ আলী প্রমুখ।