ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

‘সার কারখানা নির্মাণ করে বৈদেশিক অর্থ সাশ্রয় করতে চাই’

ফরিদপুর প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবার

বিসিআইসি’র চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান বলেন, নতুন সার কারখানা নির্মাণ ও দেশের কারখানাগুলোতে সার উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক অর্থ সাশ্রয় করতে চাই। এ ছাড়াও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করতে হবে। শনিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে সুষ্ঠু সার বিতরণ শীর্ষক মতবিনিময় সভায় বিসিআইসি’র চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
এ সময় তিনি আরও বলেন, জেলায় বৈচিত্র্যময় কৃষি আবাদ হয়ে থাকে। তাই পর্যাপ্ত সারের চাহিদা রয়েছে। পাট, পিয়াজের এই বৃহত্তম জেলায় আগামীতে প্রয়োজনীয় সার সরবরাহের ব্যবস্থা নেয়া হবে। তবে ফসলে সঠিক পরিমাণ সার ব্যবহার করতে হবে, অধিক সারে অধিক ফলন এমন কিছু ভুল ধারণা থেকে কৃষকদের বের হয়ে আসার আহ্বান জানান তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিসিআইসি’র পরিচালক (বাণিজ্যিক) ও যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহাদুজ্জামান। এ সময় বক্তারা সার ব্যবস্থাপনায় সুষ্ঠু বণ্টনের প্রতি বিশেষ গুরুত্ব দেন ও জেলার ডিলারদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সারের ডিলারগণসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

১০

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা/ মোবাইল চোরকে সহযোগিতা করাই কাল হলো

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status