বাংলারজমিন
চান্দিনা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি রণবীর, সম্পাদক মাসুদ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবারকুমিল্লার চান্দিনা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটগ্রহণের মধ্যদিয়ে নির্বাচন সম্পন্ন হয়। এতে সভাপতি কালের কণ্ঠ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আবদুল বাতেন নির্বাচিত হন। এ ছাড়া অর্থ সম্পাদক আজকের কুমিল্লা প্রতিনিধি শরীফুল ইসলাম ও দপ্তর সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন কুমিল্লা প্রেস ক্লাব সভাপতি ও একাত্তর টিভি প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদ হাসান এবং কুমিল্লা প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক ও আজকের কুমিল্লা সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদ হাসান।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), চান্দিনা থানার ওসি, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসিসহ চান্দিনা পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী আবুল কাশেম অভি প্রমুখ।