বাংলারজমিন
যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষক বরখাস্ত
ইবি প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবারইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছাত্রীদের পক্ষ থেকে যৌন হয়রানি, আপত্তিকর আচরণ ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিষয়টির তদন্তে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। শনিবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দু’টি অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। অফিস আদেশ সূত্রে, আজিজুলের বিরুদ্ধে শিক্ষার্থীরা যৌন হয়রানি, অনাকাঙ্ক্ষিত ও অশ্লীল আচরণ, ক্লাসরুমে পোশাক ও শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং হোয়াটসঅ্যাপ/ মেসেঞ্জার/ইমোর মাধ্যমে ভিডিও কলে আপত্তিকর কথাবার্তার অভিযোগ এনেছেন। এই সংক্রান্ত সংবাদ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। ফলে ৫ই জুলাই থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদিকে ঘটনাটি তদন্তে চার সদস্যের একটি কমিটি করেছেন ভিসি। এই কমিটিকে ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এর আগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ইমোতে ভিডিও কল দেয়া, যৌন হয়রানি, কটূক্তি, বাজে ইঙ্গিত, কুরুচিপূর্ণ মেসেজ প্রদান, কল না ধরলে নম্বর কম দেয়া, নেকাব নিয়ে কটাক্ষসহ বিভিন্ন অভিযোগ উঠেছিল। গত ২২শে জুন বিভাগের অন্তত ডজনখানেক ছাত্রী এই সকল অভিযোগ উল্লেখ করে বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে গত ২রা জুলাই তারা ভিসির কাছে লিখিত অভিযোগ জানান এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার দাবি করেন।