বাংলারজমিন
তাহিরপুরে মাদ্রাসা তালাবদ্ধ রেখে নির্বাচনী পথসভায় শিক্ষক-শিক্ষার্থীরা
সুনামগঞ্জ প্রতিনিধি
৫ জুলাই ২০২৫, শনিবারসুনামগঞ্জের তাহিরপুরে এক দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে মাদ্রাসা তালাবদ্ধ রেখে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী পথসভায় শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে সীমান্তবর্তী কলাগাঁও জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এমন ঘটনা ঘটেছে। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে সমালোচনার ঝড় বইছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বৃহৎ বাদাঘাট বাজারে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী পথসভা ও গণসংযোগ ছিল। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান। এই সভা সফল করার লক্ষ্যে সকাল ১১টায় মাদ্রাসার সুপার আব্দুল মান্নান চলমান অর্ধবার্ষিক পরীক্ষা বন্ধ রেখে মাদ্রাসা তালাবদ্ধ করে সকল শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে একটি ট্রলারযোগে বাদাঘাট বাজার মসজিদ প্রাঙ্গণে নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেন। বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হলে এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মানুষ ফেসবুকে মাদ্রাসা তালাবদ্ধের ছবি ও চলমান পরীক্ষার রুটিন আপলোড করে ক্ষোভ প্রকাশ করেন। ওদিন সপ্তম শ্রেণির বাংলা, অষ্টম শ্রেণির বিজ্ঞান এবং দশম শ্রেণির আরবি পরীক্ষা নেয়ার কথা ছিল।
কলাগাঁও গ্রামের আজহার ইসলাম বলেন, বৃহস্পতিবার মাদ্রাসার অর্ধবার্ষিক পরীক্ষা ছিল। মাদ্রাসার সুপার শিক্ষার্থীদের চলমান পরীক্ষা না নিয়ে নির্বাচনী পথসভা যোগদান করেন মাদ্রাসার দরজা তালাবদ্ধ রেখে। পরে বিষয়টি কয়েকজন পরীক্ষার্থী তাদের জানালে গ্রামবাসীসহ স্থানীয় নেতাকর্মীরা মাদ্রাসায় গিয়ে তার সত্যতা পান।
মাদ্রাসার সুপার আব্দুল মান্নান বলেন, বৃহস্পতিবার মাদ্রাসায় কোনো বিষয়ে পরীক্ষা ছিল না। মাদ্রাসা কী সরকারিভাবে বন্ধ ছিল জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, মাদ্রাসা বোর্ড আলাদা, বিষয়টি দেখভাল করে ম্যানেজিং কমিটি, এখানে আমাদের কিছু বলার থাকে না। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে যাচাই করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।