বাংলারজমিন
ফুলবাড়ীয়ায় বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
ময়মনসিংহ প্রতিনিধি
৫ জুলাই ২০২৫, শনিবারময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেটসহ উছমান গনি (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে উপজেলার চৌদার গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উছমান ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। জব্দকৃত ট্যাবলেটের মূল্য ৭৫ হাজার টাকা হবে বলে জানা গেছে। জানা যায়, উছমান দীর্ঘদিন যাবত এই যৌন উত্তেজক বড়ি, হালুয়া বিক্রি করে আসছে। অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে উঠতি বয়সী ছেলেদের আকর্ষিত করে থাকে। এরপর দেশের বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল পাঠান।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান জানান, উছমানের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
১
দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ
৩