বাংলারজমিন
চিলমারীতে বিএনপি’র দুই নেতাকে অব্যাহতি
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
৫ জুলাই ২০২৫, শনিবারদলীয় শৃঙ্খলাভঙ্গ ও যুবদলের সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ এনে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপি’র দুই নেতাকে নবগঠিত বিএনপি’র আহ্বায়ক কমিটি থেকে অব্যাহতি প্রদান করে চিঠি দেয়া হয়েছে ১ দিনের ব্যবধানে। শুক্রবার কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। অব্যাহতি নেতারা হলেন, চিলমারী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন এবং সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ হোসেন পাখি। বিবৃতিতে বলা হয়, দলের আনুগত্য না মানা, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকা এবং চিলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়াকে মারাত্মক জখম করা এবং সেইসঙ্গে দলীয় ভাবর্মূতি ক্ষুণ্ন করার অভিযোগে সদ্য ঘোষিত চিলমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ হোসেন পাখি ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিনকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এ বিষয় কথা হলে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন কোনো মন্তব্য করেননি। তবে দলীয় সূত্রে জানা গেছে, উক্ত দুই নেতাকে দুই এক দিনের মধ্যে প্রাথমিকভাবে দল থেকে বহিষ্কার করা হবে।