বাংলারজমিন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন অর্থবছরের বাজেট পাস
রাবি প্রতিনিধি
৫ জুলাই ২০২৫, শনিবাররাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৫৫১ কোটি ১৪ লাখ ৫০ টাকার বাজেট পাস হয়েছে। এতে গবেষণায় বরাদ্দ দেয়া হয়েছে ১৫ কোটি ৩ লাখ টাকা যা বাজেটের ২.৮ শতাংশ।অন্যদিকে বেতন-ভাতা ও পেনশনে সর্বোচ্চ ৪২২ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাজেটের ৭৬.৫ শতাংশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। ইতিমধ্যেই ২০২৫-২৬ অর্থবছরের এ বাজেট সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে।
বাজেট বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৫৬৪ কোটি ৩৪ লাখ টাকা। সে হিসাবে নতুন অর্থবছরের বাজেটে কমেছে প্রায় ১৩ কোটি টাকা।
গবেষণা খাতে আগের বছরের তুলনায় ১ কোটি টাকা টাকা বেড়েছে; এছাড়া খাতগুলোতে ব্যয়ের পরিমাণে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি।
তবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানিয়েছেন, এবারের বাজেটের উল্লেখযোগ্য কিছু বিষয়ের মধ্যে শিক্ষার্থীদের জন্য গবেষণাগার সরঞ্জামাদি খাতে গুরুত্ব দেয়া হয়েছে; কোনো কোনো ক্ষেত্রে বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে।
খেলাধুলা ব্যয় ও ক্রীড়া উপকরণ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
শিক্ষার্থীদের ইন্টার্নশিপ এবং বর্ধিত হারে মেধাবৃত্তির বিষয়টি বাজেটে বিবেচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ওয়াটার ট্রিটমেন্ট, বিশ্ববিদ্যালয়ের ৭টি সড়ক মেরামত এবং শিক্ষার্থীদের জন্য ২টি বড় বাস বাবদ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ধরা হয়েছে।