বাংলারজমিন
কলাপাড়ায় ক্রিস্টাল মেথসহ আটক ৪
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
৫ জুলাই ২০২৫, শনিবারপটুয়াখালীর কলাপাড়ায় ক্রিস্টাল মেথসহ ৪ জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্নস্থান থেকে ২ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮ গ্রাম ক্রিস্টাল মেথ ও ২ জনের কাছ থেকে ৭৩ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী ও কলাপাড়ার সদস্যরা। আটককৃতরা হলোÑ মো. রাসেল মল্লিক (৩২), আব্দুর রহমান (৩২), মো রাকির (২৯) ও মেহেদী হাসান (২৫)। তারা মোটরসাইকেল চালক ও হোটেল বয়ের কাজ করতেন। পটুয়াখালী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিমুর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, উপকূলীয় নৌপথে মাদকের ছড়াছড়ি, এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করি। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী আইস এবং ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করা হবে। পরে তাদেরকে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।