বাংলারজমিন
কালিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
৫ জুলাই ২০২৫, শনিবারমানবজমিনের নড়াইলের কালিয়া উপজেলা প্রতিনিধি ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মো. ওয়ারেশ হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাশীরা। গত বৃহস্পতিবার রাত ১০টায় তাকে মুঠোফোনে হুমকি দেয়। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। এ ঘটনায় শুক্রবার নড়াগাতী থানায় সাংবাদিক ওয়ারেশ একটি জিডি করেন। জানা যায়, যে নম্বর থেকে ফোন আসে সেটিতে হোয়াটসঅ্যাপ ও ইমো খোলা আছে। ইমোতে নুরুজ্জামান চৌধুরি নাম লেখা দেখা যায়। সিমটি চৌধুরি আলী মোর্তজার নামে নামে নিবন্ধিত।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
১
দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ
৩