বিশ্বজমিন
গাজার মানুষের নিরাপত্তা চাই: ডনাল্ড ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(৭ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ৪:৩৬ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান গাজার মানুষ নিরাপদে থাকুক। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগ মুহূর্তে এমন মন্তব্য করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি গাজায় যুদ্ধ বন্ধ করবে এমন নিশ্চয়তা চেয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে হামাসের হাতে বন্দি থাকা সকল জিম্মিকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, ইউরোপীয়ান ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক সাবেক প্রধান জোসেপ বোরেল যুক্তরাষ্ট্র সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে শত শত ক্ষুধার্ত ফিলিস্তিনিকে হত্যার অভিযোগ করেছেন। এছাড়া ইউরোপীয়ান ইউনিয়নের নিক্রিয়তারও সমালোচনা করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস কীভাবে সাড়া দেবে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জানা যাবে। মঙ্গলবার তিনি বলেন, হামাসের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তাবলি মেনে নিয়েছে ইসরাইল । শুক্রবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির বিষয়ে ফিলিস্তিনের অন্য দলগুলোর সঙ্গে পরামর্শ করছে তারা। পরামর্শ শেষে মধ্যস্থতাকারীদেরকে তাদের সিদ্ধান্ত জানানো হবে। যুদ্ধবিরতিতে ইসরাইল সম্মতি জানিয়েছে ডনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর জিম্মি মুক্তির বিষয়ে নেতানিয়াহুর ওপর চাপ বৃদ্ধি পেয়েছে। নেতানিয়াহু বলেছেন, হামাসের হাতে বন্দি সকল জিম্মির মুক্তির বিষয়ে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তাদেরকে ফিরিয়ে আনবো। উল্লেখ্য, গাজায় ইসরাইলের আগ্রাসনে এ পর্যন্ত ৫৭ হাজার ১৩০ জন নিহত হয়েছেন। আহত আরও ১ লাখ ৩৪ হাজার ৫৯২ জন।