বিশ্বজমিন
পাকিস্তানে ভবন ধসে নিহত ৪
মানবজমিন ডেস্ক
(৭ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ৪:৩৫ অপরাহ্ন

পাকিস্তানের করাচিতে একটি ভবন ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ছয় নাগরিক। শুক্রবার করাচির লায়ারিতে ওই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা আছেন। ওই ভবনে ছয়টি পরিবার বসবাস করতো। আহত ছয়জনকে সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে নেয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহত এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিন্ধুর গভর্নর কামরান তেসোরি। তিনি আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা ও সকল প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদানের নির্দেশ দেন। আরও বলেন, কোনো প্রকার অবহেলা বা অসাবধানতা সহ্য করা হবে না।
সূত্র: জিও নিউজ
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
২
রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত
৯