ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

পুতিনকে নিয়ে হতাশ ট্রাম্প

মানবজমিন ডেস্ক

(৮ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২:২৮ অপরাহ্ন

mzamin

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশ ডনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেছেন, তার মনে হয় না পুতিন ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবেন। এছাড়া একই দিন ইউক্রেনের প্রেসিডেন্টের ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি। এর আগে বৃহস্পতিবার তিনি বলেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপ হয়েছে। তবে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এ সময় রাশিয়ার আক্রমণ বন্ধের জন্য কোনো চুক্তি হয়েছে কিনা এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কোনো অগ্রগতি হয়নি। আরও বলেছেন, চলমান যুদ্ধ নিয়ে তিনি খুশি নন। যুদ্ধ বন্ধে মার্কিন প্রচেষ্টায় কোনো অগ্রগতি না আসায় মস্কো ও কিয়েভের প্রতি হতাশ হয়েছেন ট্রাম্প।

পুতিনের সহযোগী ইউরি উশাকভ দেশটির প্রেসিডেন্টের কথা পুনরাবৃত্তি করে বলেন, রাশিয়া তার নির্ধারিত লক্ষ্য অর্জন করবে।

উল্লেখ্য, রাশিয়ার হামলায় ইউক্রেনে লাখ লাখ মানুষ নিহত হয়েছেন। এছাড়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে রাশিয়া। এরপরও পুতিন ট্রাম্পকে বলেছেন, মস্কো আলোচনায় অংশ নেয়া অব্যাহত রাখবে। পুতিন বলেছেন, আমরা রাজনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি জানাতে অস্বীকৃতি জানিয়েছে মস্কো। কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রেখে সমস্যা সমাধানের প্রক্রিয়া দীর্ঘায়িত করার অভিযোগ করেছে। 

এদিকে ক্রেমলিন জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে সকল সমস্যা কূটনৈতিকভাবে সমাধানের বিষয়ে ট্রাম্পকে জোর দিতে বলেছেন পুতিন। 
সূত্র: আরব নিউজ 
 

পাঠকের মতামত

Very interesting, Palestine Ukraine Israil n Iran. We want peace no more genocide.

Anwarul Azam
৪ জুলাই ২০২৫, শুক্রবার, ৫:৪৩ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status