বাংলারজমিন
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০২২, শুক্রবারলক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে ফারিহা আক্তার (৫) ও রিজু আক্তার (৩) দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার শায়েস্তানগর ও মহাদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে উপজেলার শায়েস্তানগর এলাকার মো. ইব্রাহিম মিয়ার মেয়ে ফারিহা আক্তার ও মহাদেবপুর এলাকার ইছমাইল হোসেনের মেয়ে রিজু আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সের চিকিৎসক তন্ময় কুমার পাল। নিহত ফারিহার বাবা ইব্রাহিম মিয়া জানান, সকালে বাড়ির উঠানে খেলছিল ফারিহা। এ সময় পরিবারের লোকজন বাড়ির পাশে পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে ফারিহা উঠানের পাশের পুকুরে হাত-পা পরিষ্কার করতে যায়। এরপর তার কোনো সন্ধান না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে ফারিহা আক্তারকে পুকুরে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। রিজু আক্তারের মা নেহার বেগম জানান, তার স্বামী ঢাকায় চাকরি করেন। সকাল ১০টার দিকে তিনি ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তার পাশেই খেলা করছিল শিশু রিজু। একপর্যায়ে ঘরে ও উঠানে রিজুকে না দেখে শুরু হয় খোঁজাখুঁজি। কিছুক্ষণ পর তাকে উঠানের পাশের পুকুরে ভাসতে দেখেন স্বজনরা। পরে তাকেও উদ্ধার করে একই হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা কেউ জানায়নি। পরে দুই পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে আলাদা দু?টি অপমৃত্যুর মামলা করা হয়েছে।