বাংলারজমিন
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০২২, শুক্রবারলক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে ফারিহা আক্তার (৫) ও রিজু আক্তার (৩) দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার শায়েস্তানগর ও মহাদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে উপজেলার শায়েস্তানগর এলাকার মো. ইব্রাহিম মিয়ার মেয়ে ফারিহা আক্তার ও মহাদেবপুর এলাকার ইছমাইল হোসেনের মেয়ে রিজু আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সের চিকিৎসক তন্ময় কুমার পাল। নিহত ফারিহার বাবা ইব্রাহিম মিয়া জানান, সকালে বাড়ির উঠানে খেলছিল ফারিহা। এ সময় পরিবারের লোকজন বাড়ির পাশে পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে ফারিহা উঠানের পাশের পুকুরে হাত-পা পরিষ্কার করতে যায়। এরপর তার কোনো সন্ধান না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে ফারিহা আক্তারকে পুকুরে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]