বাংলারজমিন
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে পরীক্ষার্থীর মৃত্যু
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৯ আগস্ট ২০২২, শুক্রবারকুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূরনবী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল সাড়ে ৭টায় পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের দিনমজুর মফিজল হকের পুত্র। জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৭টায় প্রতিবেশী জাহাঙ্গীর আলমের জমিতে কোদাল দিয়ে মাটি কাটছিলো নূরনবী। বৈদ্যুতিক খুঁটির টানা তারে কোদাল লাগলে তার খুলে ফেজে লাগলে বিদ্যুতায়িত হয় ওই শিক্ষার্থী। বৈদ্যুতিক খুঁটির টানা তারের গোড়ায় মরিচা ধরায় কোদাল লাগলেই তার ছিঁড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এলাকাবাসী দীর্ঘ সময় বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।