বাংলারজমিন
সিসিক মেয়রের বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে নগরীর হিন্দু আনী পুকুর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় ভূমিখেকোদের সঙ্গে নিয়ে পুকুরটি দখল করতে সিসিক’র কর্মকর্তা-কর্মচারীদেরও ব্যবহার করছেন তিনি। এছাড়া উচ্চ আদালতের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও ‘জনগণের পুকুর’- দাবি করে এটিকে নিজের নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেছেন আরিফ। বুধবার সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে মেয়র আরিফের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন সৈয়দানী বাগ (সৈয়দ বাড়ি) এলাকার বাসিন্দা এডভোকেট সৈয়দ খালেদ হোসেন মাহতাব। হিন্দু আনী পুকুর সৈয়দ খালেদের মৌরসী সম্পত্তির অংশ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এডভোকেট সৈয়দ খালেদ হোসেন মাহতাব বলেন, হিন্দু আনী পুকুর তাদের মৌরসী সম্পত্তির অংশ। বংশ পরম্পরায় পুকুরটি ভোগদখল ও মৎস্য চাষ করে আসছেন তারা। গত ৯ই আগস্ট সকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে সিসিক’র কর্মকর্তা-কর্মচারীরা হিন্দু আনী পুকুরে অবৈধভাবে প্রবেশ করে। খবর পেয়ে সম্পত্তির মালিকরা ঘটনাস্থলে গিয়ে জানতে চাইলে সিসিক’র পরিচ্ছন্নতা সুপারভাইজার রশিদ বলেন, মেয়রের নির্দেশে পরিষ্কার- পচ্ছিন্নতার কাজ করা হচ্ছে। এ সময় পুকুরটি পরিচ্ছন্নতার কাজে আসা লোকদের সঙ্গে কতিপয় ব্যক্তি এসে গালিগালাজ শুরু করেন।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]