ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ড্রেসিংরুমে নেইমার-এমবাপ্পের হাতাহাতি

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার, ১১:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫২ অপরাহ্ন

mzamin

ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুমে টানা দুই জয় পিএসজির। সবশেষ ম্যাচে মঁপেলিয়েকে ৫-২ গোলে হারায় লা প্যারিসিয়ানরা। তবে বড় জয়কে ছাপিয়ে গেছে নেইমার ও কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি নেয়ার দ্বৈরথ। যা গড়িয়েছে মাঠ থেকে ড্রেসিংরুম পর্যন্ত, হাতাহাতি করেছেন পিএসজির আক্রমণের দুই তারকা। এমনই খবর দিচ্ছে ইংলিশ ক্রীড়া গণমাধ্যম স্পোর্টস বাইবেল।

গত ১৪ই আগস্ট ঘরের মাঠ পার্কে দেস প্রিন্সেসে নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলে পিএসজি। ম্যাচের ২৩তম মিনিটে পেনাল্টি পায় পিএসজি। লিওনেল মেসি ও নেইমারের মতো দুজন অভিজ্ঞ খেলোয়াড়কে রেখে সেই পেনাল্টি নেন এমবাপ্পে। স্পটকিকে ব্যর্থ হন ফরাসি স্ট্রাইকার। বিরতির আগে আরেকটি পেনাল্টি পায় পিএসজি। সেবারও পেনাল্টি নিতে চেয়েছিলেন এমবাপ্পে।

বিজ্ঞাপন
তবে নেইমার প্রত্যাখ্যান করে দেন এবং গোল করেন। ঘটনার জেরে ম্যাচশেষে ড্রেসিংরুমে ঝগড়ায় জড়িয়ে পড়েন দুই তারকা। স্পোর্টস বাইবেলের প্রতিবেদনে বলা হয়, ‘ম্যাচশেষে পিএসজির দুই খেলোয়াড় ড্রেসিংরুমে ঝগড়ায় লিপ্ত হন, দু’জনই হাতাহাতি করতে একে অপরের দিকে এগিয়ে আসেন। তীর্যক মন্তব্য করছিলেন নেইমার এবং এমবাপ্পে। ড্রেসিংরুমে থাকা জিনিসপত্র ছুঁড়ে ফেলেন তারা এবং একে অপরকে মাথায় ঢুস দেন। এরপর সতীর্থরা এসে তাদের থামায়।’

ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, নতুন চুক্তি অনুসারে পিএসজির পেনাল্টি নেয়ার অগ্রাধিকার কিলিয়ান এমবাপ্পের। পিএসজির কোচ নিয়োগেও প্রভাব খাটাতে পারবেন ফরাসি তারকা। কোনো খেলোয়াড়কে নিয়েও সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখেন এমবাপ্পে। এমনও শোনা গিয়েছিল, পিএসজি প্রদত্ত ক্ষমতাবলে নেইমারকে প্যারিস থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছিলেন এমবাপ্পে।

চুক্তির শর্তানুসারেই যে এমবাপ্পে পেনাল্টির অগ্রাধিকার রাখে, সেটি নিয়ে পোস্ট করেছেন এক ফুটবলভক্ত। সেই পোস্টে লাইকও দিয়েছেন খোদ নেইমার। নেইমারগিয়াবিআর নামের আইডি থেকে লেখা হয়, ‘এটা অফিসিয়াল। এমবাপ্পেই এখন পিএসজির হয়ে পেনাল্টি নেবেন। এটা চুক্তির বিষয়। কারণ বিশ্বের কোনো ক্লাবেই নেইমার পেনাল্টি নেয়ার জন্য দ্বিতীয় পছন্দ হতে পারে না। দেখে মনে হচ্ছে, এটা চুক্তি নবায়নের বিষয়। এমবাপ্পে  পিএসজিকে নিজের মনে করে।’
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status