খেলা
আবারো শেখ জামালে মারুফুল!
স্পোর্টস রিপোর্টার
১৬ আগস্ট ২০২২, মঙ্গলবারআবারো শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে যোগ দিতে যাচ্ছেন কোচ মারুফুল হক। দু’পক্ষের মধ্যে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। আগামী সেপ্টেম্বরে হতে যাচ্ছে আনুষ্ঠানিক চুক্তি। তার আগে অবশ্য কোনও পক্ষই চুক্তি নিয়ে সেভাবে কথা বলতে নারাজ। শেখ জামালের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মারুফুল হকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত। এখন শুধু কাগজ-কলমে আনুষ্ঠানিকতা বাকি। অন্যদিকে মারুফুল হক বলেন, ‘আমাদের মধ্যে কথা চলছে। এখনও ফাইনাল কিছু হয়নি। চুক্তি না হওয়া পর্যন্ত তো কিছু বলা যাবে না।’ এর আগেও শেখ জামাল ধানমণ্ডির ডাগ আউটে দাঁড়িয়েছেন মারুফুল হক। সাত বছর আগে তার অধীনে ভুটানে কিংস কাপ ও ফেডারেশন কাপের ট্রফি জয় ছাড়াও প্রিমিয়ার লীগের প্রথম পর্বে শীর্ষে ছিল ক্লাবটি। যদিও পরবর্তীতে মৌসুম শেষ করতে পারেননি তিনি। ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বনিবনা না হওয়ায় চাকরিচ্যুৎ করা হয় তাকে। সাত বছর পর উয়েফা ‘এ’ লাইসেন্সধারী এই কোচ আবারো সেই পুরানো ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। মূলত নতুন মৌসুমে চট্টগ্রাম আবাহনী ছেড়ে সাইফ স্পোর্টিং ক্লাবে যাওয়ার কথা ছিল তার। কিন্তু আকস্মিকভাবে প্রিমিয়ার ফুটবল লীগে না খেলার ঘোষণা দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। তাই স্বাভাবিকভাবেই মারুফুল হক নতুন ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল ছাড়াও ঘরোয়া ফুটবলে মারুফুল হক কাজ করেছেন মোহামেডান ও আরামবাগ ক্রীড়া সংঘে। বাংলাদেশ জাতীয় দলেরও কোচিং করিয়েছেন মারুফুল হক। সবশেষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি।