ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিবিধ

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিলেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী

(২৩ ঘন্টা আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৭:১৫ অপরাহ্ন

mzamin

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ইন্দোনেশিয়া ইনস্যুরেন্স সামিট (আইআইএস) ২০২৫-এ বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য রেখেছেন। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি ২১ থেকে ২৩ মে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হচ্ছে। এটি আয়োজন করেছে ইন্দোনেশিয়ার ইনস্যুরেন্স কাউন্সিল (ডিএআই)। 

এই আন্তর্জাতিক সম্মেলনে এশিয়া ও অন্যান্য অঞ্চলের বীমা খাত, শিক্ষা প্রতিষ্ঠান, সরকার এবং নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আলোচনার মূল বিষয় ছিল বীমা খাতের ভবিষ্যৎ, আর্থিক খাতে উদ্ভাবন এবং একাডেমিয়া ও শিল্পখাতের যৌথ অংশীদারিত্বের মাধ্যমে টেকসই উন্নয়নের পথ খুঁজে বের করা। 

উপাচার্য “সুবিধাবঞ্চিত গ্রাহকদের সম্ভাবনা উন্মোচন: বীমার ভূমিকা” বিষয়ে তাঁর বক্তব্যে বৈশ্বিক বীমা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনার দিক তুলে ধরেন। তিনি বলেন, নতুন প্রযুক্তি ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা তৈরি করে পিছিয়ে থাকা জনগণের কাছে বীমা পৌঁছে দিতে হবে। এ সময় তিনি বাংলাদেশের মাইক্রোফাইন্যান্স এবং বীমা কার্যক্রমের উদাহরণ তুলে ধরেন, যা বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য অনুপ্রেরণা হতে পারে। তিনি আরও বলেন, অর্থনৈতিক এবং জলবায়ু ঝুঁকির সময় এসব উদ্যোগ সমাজকে আরও স্থিতিশীল ও নিরাপদ রাখতে সহায়তা করে। তিনি শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।

“টেকসই ভবিষ্যতের জন্য উদ্ভাবনের মাধ্যমে বীমার ভবিষ্যৎ পুনর্কল্পনা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক খাত ও একাডেমিয়া থেকে আগত নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞরা অংশ নেন এবং ভবিষ্যতের বীমা ব্যবস্থার রূপ নিয়ে আলোচনা করেন।

আন্তর্জাতিক এই সফরের অংশ হিসেবে প্রফেসর চৌধুরী আগামী ২৫ মে সিঙ্গাপুরের ন্যায়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে শিক্ষা ও গবেষণায় ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে।


 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status