ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিবিধ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে রুশ চলচ্চিত্র ও আলোচনা অনুষ্ঠান

(২ দিন আগে) ২১ মে ২০২৫, বুধবার, ১১:৫৪ পূর্বাহ্ন

mzamin

নর্থ সাউথ ইউনিভার্সিটি’র (এনএসইউ) এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের আয়োজনে গতকাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটি বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে “দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে আপনার সম্পর্ক কী?” শীর্ষক আলোচনায় অংশ নেন বাংলাদেশে রাশিয়ার দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর আন্তন চেরনভ। প্রধান বক্তার বক্তব্যে তিনি “গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার” নিয়ে কথা বলেন এবং কীভাবে এই যুদ্ধ এখনও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন। 

অনুষ্ঠানে “The Unknown War, Episode 20: A Soldier of the Unknown War” নামে একটি চলচ্চিত্র দেখেন। এতে সোভিয়েত সেনাদের সাহস ও আত্মত্যাগের গল্প তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে এনএসইউ’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক ড. হালিমুর আর. খান মস্কোতে তাঁর শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। এতে শিক্ষার্থীরা রাশিয়ার শিক্ষা ও সংস্কার সম্পর্কে বাস্তব ধারণা পান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং রাশিয়ায় পড়াশোনার সুযোগ সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

এনএসইউ’র শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সম্পর্কে আগ্রহ, সংস্কৃতি বিনিময় এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়। (বিজ্ঞপ্তি)


 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status