ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিবিধ

কোরবানির ঈদকে সামনে রেখে আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ

(৪ দিন আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ১২:৪১ অপরাহ্ন

mzamin

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আকস্মিক আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন করেছেন। এসময় তিনি আসন্ন ঈদ উল আজহার কোরবানির বর্জ্য ল্যান্ডফিলে ডাম্পিং করার বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত বর্জ্যবাহী পরিবহন চালকদের সাথে মতবিনিময় করেন এবং সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

রবিবার (১৮ মে ২০২৫) সকালে আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক।


তিনি লিচেট টিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন এবং এসময় প্ল্যান্টটির কার্যক্ষমতা বাড়ানোর বিষয় আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিচালক এস,এম, শফিকুর রহমান নির্দেশ প্রদান করেন। প্ল্যান্টটিতে ময়লা পানি পরিশোধনের জন্য ব্যবহৃত রাসায়নিকের কার্যক্ষমতা এবং সঠিকভাবে পরিশোধন করছে তা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণের নির্দেশ প্রদান করেন। লিচেটের ময়লা পানি সঠিকভাবে সংরক্ষণ হচ্ছে কিনা এবং তা নদী বা জলাশয় পড়ছে কিনা সে বিষয়টি সরজমিন পরিদর্শন করেন এবং এই লিচেট যেন কোনভাবেই নদীর পানির সাথে না মেশে সেবিষয় বিশেষ লক্ষ্য রাখার নির্দেশ দেন। 

কোরবানির বর্জ্য স্বল্পসময়ের মধ্যে অপসারণের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী এবং বর্জ্যবাহী গাড়ির চালকদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। বিষয়ে করে বর্জ্যবাহী পরিবহন চালকদের কে তিনি শৃঙ্খলার বজায় রেখেছে সুষ্ঠভাবে নিরাপদে আসন্ন কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ দেন।

পরিবহন চালকদের পক্ষে পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হোসেন ভূইয়া এবং সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন ভূইয়া চালকদের বিভিন্ন অসুবিধা ও সমস্যা তুলে ধরেন। ডিএনসিসি প্রশাসক সকল বিষয়ে আশু সমাধান ও আসন্ন কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে সকল ধরনের সরঞ্জাম সরবরাহের আশ্বাস প্রদান করেন।

দুইটি ডাম্পিং স্টেশনের প্রবেশ পথ বেশি খাড়া হওয়ায় গাড়ি দুর্ঘটনা এড়াতে প্লাস্টিকের গ্রিড দিয়ে রাস্তা দ্রুত মেরামতের নির্দেশনা প্রদান করেন। বর্জ্য অপসারণের জন্য ব্যবহৃত ডাম্পিং স্টেশনের রাস্তাগুলো জরুরিভিত্তিতে চওড়া করার নির্দেশ দেন।

আমিন বাজার ল্যান্ডফিলটি ২০১৭ সালে সম্পূর্ণভাবে বর্জ্য দ্বারা পরিপূর্ণ হওয়ায় এখনও কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হয় সে বিষয়টি পরিদর্শন করেন। এবছরের কোরবানির বর্জ্য ডাম্পিং করার জন্য একটি স্থান নির্ধারণ করেন । ডিএনসিসি প্রশাসক ঢাকা সেনানিবাস এলাকার বর্জ্য আমিন বাজার ল্যান্ডফিলে ফেলার জন্য স্থান নির্ধারণ করে দেন।

প্রশাসক বলেন, ডাম্পিং স্টেশনে পরে থাকা অকেজ স্কেভেটরগুলোকে মেরামত করে কোরবানির বর্জ্য অপসারণের কাজে ব্যবহার করা হবে।    

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিচালক এস,এম, শফিকুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফরহাদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status