বিবিধ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার-২০২৫ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
(৫ দিন আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ১১:৫৮ পূর্বাহ্ন

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সামার সেমিস্টার-২০২৫ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতি সেমিস্টারে আয়োজিত এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম নতুন শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যার মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও একাডেমিক পরিবেশ সম্পর্কে পরিচিত হওয়ার সুযোগ পায়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ২১ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৭৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি প্রদান করা হয়।
গতকালের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটির উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন এনএসইউ রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন।
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র, এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম শিক্ষার্থীদের কাছে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন।
প্রধান অতিথি ড. মুহাম্মদ ফাওজুল কবির খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা এমন এক সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছ, যখন বিশ্বজুড়ে পরিবর্তনের হাওয়া বইছে। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সসহ নানা নতুন প্রযুক্তি দারুণ সম্ভাবনা তৈরি করছে, অন্যদিকে প্রচলিত শিক্ষাব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। গুগল, মাইক্রোসফটের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো আর ডিগ্রিকে বাধ্যতামূলক মনে করে না। ডিগ্রি থাকা ভালো, তবে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে দক্ষতা এবং আজীবন শেখার মানসিকতা। তাই কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন দিক থেকে জ্ঞান অর্জন করতে হবে।”
বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন আহমেদ বলেন, “আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমার অনেক স্মৃতি মনে পড়ছে। বহুবার এই মঞ্চ থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে কথা বলেছি। আমি সকল নবীন শিক্ষার্থীকে অভিনন্দন জানাই। আমি আন্তরিকভাবে চাই, তোমরা সবাই জীবনে অনেক দূর এগিয়ে যাও।”
অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “তিন দশকেরও বেশি সময় ধরে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অবদান রেখে চলেছে, যা আন্তর্জাতিক টিএইচই (THE) ও কিউএস (QS) র্যাঙ্কিংয়েও স্বীকৃতি পেয়েছে। আমরা শুধু একাডেমিক উৎকর্ষতার দিকে নয়, শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশেও গুরুত্ব দিই। আমাদের ৩০টিরও বেশি সক্রিয় স্টুডেন্ট ক্লাব রয়েছে। আমাদের লক্ষ্য কেবল গ্র্যাজুয়েট তৈরি করা নয়, বরং নৈতিক, আন্তরিক ও সামাজিকভাবে দায়িত্বশীল মানুষ তৈরি করা। আমি সকল শিক্ষার্থীকে অনুরোধ করব এনএসইউ’র নিয়ম ও নির্দেশিকা অনুসরণ করতে, যা তোমাদের সমাজের মূল্যবান সদস্যে পরিণত করতে সাহায্য করবে।” নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের (এনএসইউএসএস) মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।