বাংলারজমিন
গোয়ালন্দে হ্যাচারি ফার্মকে অর্থদন্ড
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
১৫ মে ২০২৫, বৃহস্পতিবাররাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় অবস্থিত ভিক্টর ভিলেজ হ্যাচারী ফার্মকে পরিবেশে দুষণের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। গতকাল সকালে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। যেখানে-সেখানে মরা মুরগী ফেলে রাখা, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা না থাকা, ফিট তৈরীর কারখানার বয়লারের উচ্চ শব্দে শব্দ দুষণসহ পরিবেশগত নানা অনিয়মের দায়ে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতে ই জরিমানা আদায় করা হয়।
অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর, উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তর এবং গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সদস্যরা অংশ নেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান বলেন, ভিক্টর ভিলেজ হ্যাচারী ফার্মের মত যারা পরিবেশ দুষণের মত কাজে জড়িত তাদের বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে। সম্প্রতি আমরা দেখছি এ উপজেলাতে বেশকিছু প্রতিষ্ঠান পরিবেশ দুষণ সৃষ্টি করছে। পর্যায়ক্রমে প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে বলে জানান তিনি।