রাজনীতি
সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের কর্মসূচি
স্টাফ রিপোর্টার
(২৩ ঘন্টা আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০২ অপরাহ্ন

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। বুধবার রাতে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন স্থানে কতিপয় সন্ত্রাসীর ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে বাংলাদেশ ছাত্রদল কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচি হল: বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি করবে ছাত্রদল। এদিন একই দাবিতে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি।
পাঠকের মতামত
রাজাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের VC হয় কেমনে?
হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন চায়। তবে এই হত্যার সাথে ভিসি ও প্রক্টরের পদত্যাগ চাওয়ার বিষয়টি বোধগম্য নয়। এই শর্ত দিয়ে পরোক্ষভাবে গ্রেফতার ও বিচারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।