ঢাকা, ১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

মানবজমিন ডেস্ক

(৬ ঘন্টা আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ৫:১২ অপরাহ্ন

mzamin

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলে চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমে সৌদি আরব যান মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সেখানে দুই নেতার সাক্ষাৎ হয়েছে। সারাকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সিরিয়ার এই ইসলামপন্থী সরকারের ওপর থেকে নাটকীয়ভাবে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সারাকে এই আহ্বান জানালেন রিপাবলিকান এই নেতা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনের আগে ট্রাম্প ও সারার সাক্ষাৎ বেশ চোখে পড়ার মতো। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনে পোস্ট করা ছবিতে দেখা যায়, সৌদি যুবরাজ মোহাম্মদ সালমানের উপস্থিতিতে করমর্দন করছেন সারা ও ট্রাম্প। ওই সাক্ষাতের সময় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানও ভার্চুয়ালি তাদের সঙ্গে যোগ দেন। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বার্তা সংস্থা আনাদোলু।

 সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টকে ইসরাইলের পাশাপাশি আরব দেশগুলোর সঙ্গেও সম্পর্ক জোরদার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরোক্কসহ যেসব দেশ ট্রাম্পের মধ্যস্থতায় ২০২০ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল তাদের সঙ্গে সরাকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরাইলের সঙ্গে উল্লিখিত দেশগুলোর যৌথ জোটকে আব্রাহাম অ্যাকর্ড বলা হয়। সৌদি আরবকেও এই জোটে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। গাজায় ইসরাইলের হামলার কারণে ওই জোটে অন্তর্ভুক্ত হওয়ার আলোচনা স্থগিত হয়ে যায়, সৌদি জানিয়েছিল ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে এ বিষয়ে আলোচনা এগিয়ে নেয়া সম্ভব নয়। মঙ্গলবার ট্রাম্প জানিয়েছেন রিয়াদ তার ইচ্ছেমতো সময়ে ওই জোটে যুক্ত হবে। সারার দলের বিরুদ্ধে ‘ইসলামী জঙ্গি গোষ্ঠী’ আল কায়েদার সঙ্গে যোগসাজশের অভিযোগ থাকা সত্ত্বেও ট্রাম্প বলেছেন, সিরিয়ার নীতিগত পরিবর্তন হওয়ায় তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। ওয়াশিংটনের সঙ্গে সিরিয়ার বর্তমান সরকারের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। সারার সঙ্গে বৈঠকের মাধ্যমে এ বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

 

পাঠকের মতামত

দজ্জালের আবির্ভাব

জনতার আদালত
১৪ মে ২০২৫, বুধবার, ৮:১২ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

‘অপারেশন বুনিয়ানুম-মারসুস’ শুরু/ ‘আত্মরক্ষা ছাড়া উপায় ছিল না পাকিস্তানের’

ভারত-পাকিস্তান উত্তেজনা/ মোদির বক্তব্যে খাজা আসিফ যা বললেন

১০

ক্রাউন প্রিন্সকে ট্রাম্প/ রাতে আপনি ঘুমান কিভাবে?

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status