ঢাকা, ১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রাজনীতি

পানি আগ্রাসনের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করবে সরকার: মেজর হাফিজ

স্টাফ রিপোর্টার

(৬ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৮:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৭ পূর্বাহ্ন

পানি আগ্রাসনের বিরুদ্ধে বর্তমান ড. মুহাম্মদ ইউনূস সরকার বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির (আইএফসি) বাংলাদেশের উদ্যোগে ‘মওলানা ভাসানী ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষে’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোস্তফা কামাল মজুমদার।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার মানেই দুর্বল সরকার। কারণ এদের পেছনে কোনো জনসমর্থন নেই। আমাদের দল এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে বারবার বলা হয়েছে, একটি নির্বাচন দিন। আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে যদি আমরা বাংলাদেশের মানুষের দাবিসমূহ তুলে ধরতে পারি, কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে আমরা যে বলিষ্ঠ ভূমিকা আশা করি, ততটা পায়নি। তবুও আমরা আশা করব, আগামী দিনগুলোতে পানি আগ্রাসনের বিরুদ্ধে বর্তমান ড. মুহাম্মদ ইউনূস সরকার বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, বর্তমান সরকার যে মানবিক করিডরের কথা বলেছে। এবিষয়ে আমরা জানি না, জনগণ জানে না এবং প্রতিনিধিরা জানে না কি ধরনের করিডর দেয়া হবে, এর লক্ষ্য কি। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এসব বিষয়ে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলাপ-আলোচনা করা দরকার ছিল। কিন্তু দেখি পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব আরেক কথা। জনগণ অন্ধকারে আছে, এটা কেমন ধরনের সরকার? 

মেজর হাফিজ বলেন, আমরা গণতান্ত্রিক পরিবেশে অভ্যস্ত। গণতন্ত্রের জন্যই তো আমরা ১৬ বছর সংগ্রামের পর এই মাফিয়া সরকারকে বিদায় করেছি। এখনো কেন আমরা অন্ধকারে থাকবো? সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, কিন্তু আমরাই জানি না কিসের জন্য এই করিডর দেয়া হচ্ছে।

পানি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, ৫৪টি নদী ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রতিটি নদীর ওপর অগণিত বাধ দেয়া হয়েছে। ফলে আমাদের পানির নাব্যতা কমে গেছে। পানি ছাড়া বাংলাদেশের নদীমাতৃক দেশের কৃষককুলের করুণ অবস্থার কথা বলাই বাহুল্য। বাংলাদেশ অন্যান্য আগ্রাসনের মতো পানি আগ্রাসনেরও শিকার। একথাটি আমরা গত ১৬ বছর ধরে শুনিনি যে, বাংলাদেশ পানি আগ্রাসনের শিকার। না শোনার কারণ হলো, যারা এই আগ্রাসনের হোতা, তারা এমন একটি সরকার এখানে বসিয়ে রেখেছিল যারা বাংলাদেশের স্বার্থের কথা চিন্তা না করে প্রতিবেশীর স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে দিল্লির কাছে এমনভাবে আত্মনিবেদন করেছিলেন, সে আত্মনিবেদন থেকে তিনি ফিরে আসতে চাননি। তিনি সেটা করলেন এবং তার এফেক্ট শুরু হয়েছে। এর যে বর্জ্য নদীতে পড়ছে, দিনকে দিন নদীগুলোর পরিস্থিতি খারাপ হচ্ছে। সামগ্রিকভাবে আমরা ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status